How to get Smart Card Box Nomber | কিভাবে স্মার্ট কার্ড বক্স নাম্বার বের করব

কিভাবে স্মার্ট কার্ড বক্স নম্বার বের করবেন

আজ আমি শেখাব কিভাবে আপনি মোবাইলে অথবা কোম্পিউটারে দিয়ে নিজের স্মার্ট কার্ড বক্স নম্বার নিজেই বের করবেন।

এখন সারা দেশে একযোগে গ্রামে গঞ্জে সকল এলাকায় ও  পৌর সভায় এবং ইউনিয়ন পর্যায় স্মার্ট কার্ড বিতরণ চলছে।’

আপনি আপনার স্মার্ট কার্ড নিতে হলে সেখানে প্রয়োজন হবে স্মার্ট কার্ড বক্স নম্বর। 

যাই হোক এখন আর কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক।

আপনার স্মার্ট কার্ড বক্স নম্বার বের করার জন্য প্রয়োজন হবে আপনার বর্তমান এনআইডি।
তাহলে আপনার এনআইডি টি সাথে নিয়ে বসে যান।
প্রথমে নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন।

এই লিংকে প্রবেশ করুন

তার পর নিচের দেখানো প্রদ্ধতি ব্যবহার করে আপনার কাঙ্খিত বক্স নম্বর টি সংগ্রহ করুন।



Post a Comment

0 Comments